চুরি যাওয়া স্বর্ণালংকার সহ চোরকে আটক করল পূর্ব থানার পুলিশ। সুনির্দিষ্ট চুরির অভিযোগের ভিত্তিতে টিম ওয়ার্ক করে চোরকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া প্রায় দুই লক্ষাধিক টাকার স্বর্ণ লঙ্কার পূর্ব থানার পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জিকে পাশে নিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় দাবি করেছেন চিত্তরঞ্জন রোডের এই চুরি নিয়ে অভিযোগ লিপিবদ্ধ হওয়ার পর থেকে পুলিশ রানা চ্যাটার্জির নেতৃত্বে টিম করে ময়দানে অবতীর্ণ হয়। এরপর বিভিন্ন তথ্যসূত্র কাজে লাগিয়ে পুলিশ মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে সোহেল মিয়া নামে এক যুবককে এই চুরি কান্ডের সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করে এবং তার কাছ থেকে চেইন, কানের দুল উদ্ধার করে বলে পুলিশ দাবি করেছে। পাশাপাশি পুলিশের বক্তব্য হচ্ছে এই চুরি কাণ্ডে সোহেলের সাথে যুক্ত আরো কয়েকজনের নাম পাওয়া গেছে যদিও তদন্তের স্বার্থে পুলিশ এই নামগুলো প্রকাশ করছে না। পুলিশের বক্তব্য হচ্ছে সোহেলকে রিমান্ডে এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করে আরো যে কিছু চুরি যাওয়া জিনিসপত্র রয়েছে এই বিষয়গুলো উদ্ধারের প্রয়াস গ্রহণ করার পাশাপাশি সোহেল আর কোন চুরি কান্ডের সাথে যুক্ত কিনা এই ঘটনা সামনে আনার প্রয়াস করা হবে।