মহারাজা প্রদ্যুৎ কিশোরের সৈকত তলাপাএের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয় বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট সেশান আদালতে এই দিন সৈকত তলাপাএ কে আদালতে তোলাহয়, সাক্ষী দিয়েছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সংবাদ মধ্যমের মুখোমুখি হয়ে জানান জনজাতিদের প্রতি বিদ্বেষ দেখিয়ে পাশাপাশি চাইনিজ বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করে সংবাদ পরিবেশন করেছিলেন সামাজিক মাধ্যমে সৈকতলা পাত্র তার বিরুদ্ধে মামলা করেছিলেন বলে জানান