গর্জি এলাকায় ৩৩ কে ভি গর্জি সাব স্টেশনের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে।
দীর্ঘ বছর ধরে উদয়পুর মহকুমার গর্জি এলাকার লোকজনদের দাবি ছিল গর্জি এলাকায় একটি বিদুৎ দপ্তরের সাব স্টেশন চালু করার । কারন হিসেবে এলাকার লোকজন বলেছে সামান্য বৃষ্টিতে কিংবা অন্য কোন কারণে বিদ্যুৎ দপ্তরের সমস্যা হলে গর্জি,তৈনানী,দাতারাম,মায়াপুরী সহ বিভিন্ন এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে । ফলে পানীয় জল, কৃষি ক্ষেত্রে জলের সমস্যা দেখা দিত। তাই এলাকার লোকজনদের দাবি ছিল গর্জি এলাকায় যদি একটি সাব স্টেশন চালু করা যায় তাহলে যদি কোন বিদ্যুৎ সমস্যা দেখা দেয় তাহলে হয়তো কোন জায়গায় বিদ্যুৎ থাকবে না কিন্তু অন্যান্য জায়গায় বিদ্যুৎ থাকবে। সেই কথা নিয়ে এলাকার বিধায়কের কাছে এই দাবি জানানো হলে বিধায়ক এই দাবির গুরুত্ব বুঝে গর্জি তে একটি ৩৩ কেভি সাব স্টেশন কাজ শুরু করেন।আর বৃহস্পতিবার ছিল এর উদ্বোধন। প্রদীপ জ্বালিয়ে এর শুভ সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।এ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেব রায়,সহ কারি সভাধিপতি সুজন সেন সহ দপ্তরের বিভিন্ন আধিকারিক গন। মন্ত্রী বলেন মানুষের সমস্যা সমাধানের জন্য বর্তমান সরকার কাজ চালিয়ে যাচ্ছে।এই জন্য এই এলাকায় একটি বিদ্যুৎ দপ্তরের অধিন সাব স্টেশন চালু করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের প্রত্যেক মানুষের আয় বেড়েছে। আগামী দিনে সরকার মানুষের জন্য কাজ জারি রাখবে
উদয়পুর গর্জি এলাকায় বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন
Leave a Comment