১৪ এপ্রিল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তী। আম্বেদকরের জন্মজয়ন্তী সামনে রেখে এ বছর শাসক বিজেপি দল গোটা দেশব্যাপী আগামী ১৭ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিকে সামনে রেখে যাবতীয় পরিকল্পনা করার জন্য এবং পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়কে সামনে রেখে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে দলের জাতীয় স্তরের নেতৃত্ব ছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দলের অন্যতম নেতৃত্ব ভগবান দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
বিজিবি দলের তরফ থেকে দাবী করা হয়েছে নজিরবিহীন ভাবে বিরোধী কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলো সংবিধান এবং আম্বেদকরকে একত্রিত করে কুৎসা রচনা করে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী ১৭ থেকে ২৫ শে এপ্রিল প্রায় প্রতিটা প্রান্তরে সাধারণ মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির সরকার আম্বেদকরের জন্য কি করছে, আম্বেদকরকে নিয়ে কতটা আন্তরিক ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হবে বলে আজকে দাবি করা হয়েছে
আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির বিশেষ কর্মসূচি, দেশজুড়ে প্রচারে জোর
Leave a Comment