বিজেপি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনকে আরও মজবুত ও কার্যকর করে তোলার লক্ষ্যে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বুধবার চাকমাঘাট কমিউনিটি হলে আয়োজিত এই সভায় বুথ ও শক্তি কেন্দ্রভিত্তিক সংগঠনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই সভার প্রধান বক্তা ছিলেন বিধায়ক ও রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস, প্রবীণ ও একনিষ্ঠ বিজেপি কর্মী লক্ষীকান্ত সরকার সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “বিজেপি দলের মূল আদর্শ জনসেবামূলক কাজ, ভোটের রাজনীতি আমাদের লক্ষ্য নয়। সিপিআইএম ও কংগ্রেস অতীতে ভোটের রাজনীতির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু বিজেপি বরাবরই জনস্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমান রাজ্য সরকার দলমত নির্বিশেষে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে চলেছে। বিশেষ করে গ্রামীণ ও পার্বত্য এলাকায় উন্নয়নের জোয়ার বইছে। এই সরকার উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।”মন্ত্রী জানান, আগামী দিনে “গ্রাম চলো অভিযান”-এর মাধ্যমে প্রত্যন্ত এলাকায় উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে। তিনি অভিযোগ করে বলেন, সিপিআইএম ও কংগ্রেস শুধুই সমালোচনা করতে জানে, তারা কখনোই উন্নয়নের পথে ছিল না, আজও উন্নয়নের কাজে বাধা দিচ্ছে।সভায় তিনি বুথ ও শক্তি কেন্দ্রভিত্তিক কর্মীদের আরও সক্রিয় ও জনমুখী কাজ করার আহ্বান জানান এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে তোলার জন্য সকলে মিলে এগিয়ে আসার বার্তা দেন।এই সাংগঠনিক সভা ছিল দলীয় ঐক্য, আদর্শ এবং ভবিষ্যতের পথরেখা নির্ধারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।