Planet Tripura News :-
৯ কোটি টাকার জমি জালিয়াতি মামলায় গ্রেফতার রাজেশ ত্রিপুরা! শনিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পশ্চিম থানার পুলিশ আদালতে তোলা হবে বলে জানান ওসি পরিতোষ দাস। কথায় বলে চোরের দশ দিন গৃহস্থের একদিন, এবার রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যের মধ্যে প্রতারকের তকমা প্রাপ্ত সংবাদ মাধ্যমকে হাতিয়ার করা রাজেশ ত্রিপুরা পুলিশী হেফাজতে।প্রাথমিকভাবে নয় কোটি টাকা জমি জালিয়াতি মামলায় ইউটিউব চ্যানেলের কর্ণধার রাজেশ গ্রেপ্তার হলেও বিভিন্ন সূত্র মারফত খবর নানান কায়দায় গোটা রাজ্য থেকে আরও কোটি কোটি টাকা প্রতারণা করেছে এই রাজেশ।ঘটনার বিবরণে প্রকাশ সাম্প্রতিক অতীতে দিল্লির কোন এক সংস্থা রাজ্যে ইউনিভার্সিটি খোলার ইচ্ছা প্রকাশ করলে জালিয়াত রাজেশ সহ তার কিছু সাঙ্গোপাঙ্গ কোনভাবে সংশ্লিষ্ট সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কে ম্যানেজ করে ভুয়া কাগজ দিয়ে নয় কোটি টাকার জায়গা বিক্রি করে দেয়। গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত করার পরে মাস্টারমাইন্ড রাজেশ ত্রিপুরা সহ অপর তিন অভিযুক্ত কে জালে তুলতে সক্ষম হয়।পুলিশের বক্তব্য অনুযায়ী পাঁচ দিনের পুলিশ রিমান্ডের মাধ্যমে এই ঘটনার সাথে আর যারা জড়িত বা আর কি মোটিভ রয়েছে তা সামনে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি পুলিশের তরফ থেকে দাবী করা হয়েছে শহর আগরতলায় বিভিন্ন দোকানদারদেরকে ভয় প্রদর্শন করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ রয়েছে রাজেশের বিরুদ্ধে। সবগুলো অভিযোগ কে একত্রিত করে এবার পুলিশ প্রতারক রাজেশকে যে আষ্টেপৃষ্ঠে জড়াতে চলেছে তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট।