গভীর রাতে লাগা আগুনে পুড়ে ছাই সোনামুড়া বাজারের মোট ৫ টি দোকান। গতকাল রাত প্রায় ১২ টায় এই ঘটনাটি ঘটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সোনামুড়া শাখার বিপরীতে । স্থানীয়রা আচমকাই দেখতে পান সফিকুল ইসলামের কাপড়ের দোকানে আগুন জলছে। মুহূর্তে তা গ্রাস করে নেয় পাশবর্তী বাবুল শীলের সেলুন ,রানা মজুমদার ও হারু শীলের স্টেশনারি দোকান এবং গোপাল দে’র চায়ের দোকানে। সোনামুড়া ও মেলাঘর থেকে ছুটে আসে দমকলের মোট ৩ টি ইঞ্জিন। ৩ টি ইঞ্জিনের প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা। এই দোকান গুলির ওপরই চলছিল তাদের সংসার। সকালে ঘটনাস্থলে যান সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী ও ভাইস-চেয়ারপার্সন শাহাজান মিয়া। তার গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বস্থ করেন সহায়তা প্রদানের। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো অনুসন্ধান করা যায়নি। এনেকের মতে বৈদ্যতিন শর্ট সার্কিট থেকে ঘটতে পারে এই ঘটনা। আবার অনেকেরই অভিমত দোকান গুলির পেছনে থাকা আবর্জনার স্তুপ থেকে এই আগুনের সূত্রপাত। কারন এই স্তুপ সংলগ্ন এলাকাতেই রাতের আঁধারে নেশাখোরদের আড্ডা বসে। সম্ভবত তাদের ফেলে দেওয়ার বিড়ি বা সিগারেটের থেকে প্রথমে আবর্জনায় ও পরে দোকান গুলিতে আগুন লাগে বলে অনুমান অনেকের। এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা