আগরতলা ডেন্টাল কলেজ সহ আই জি এম হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।-স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার। বর্তমান বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যেই আইজিএম হাসপাতাল এবং জিবিপি হাসপাতালের রোগীদের চাপ কমানোর জন্য আগরতলা জ্যাকসন গেইটে নূতন সিভিল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে নিরলস কাজ করে চলেছেন ।আজও তার ব্যতিক্রম হয়নি ।আইজিএম হাসপাতাল এবং আগরতলা ডেন্টাল কলেজে পরিষেবার মান কি পর্যায়ে রয়েছে তার জন্য আচমকা, দুটি হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং পরিষেবা জনিত কি কি খামতি রয়েছে সেগুলি জানার চেষ্টা করেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান আচমকা পরিদর্শনের মাধ্যমে হাসপাতাল গুলিতে পরিষেবা প্রদানকারীদের মনোবল চাঙ্গা হয় এবং আরো বেশি করে কিভাবে পরিষেবার মান উন্নয়ন করা যায় তার চেষ্টা করেন হাসপাতালের কর্মীরা ।তিনি বলেন পূর্বের তুলনায় বর্তমানে হাসপাতাল গুলিতে চিকিৎসা পরিষেবার মান যথেষ্টই উন্নতি ঘটেছে ।তারপরও কিছু কিছু জায়গায় খামতি রয়েছে যেমন আইজিএম হসপিটাল এবং জিবি হাসপাতালে রোগী ও পরিজনদের অত্যধিক চাপ রয়েছে এতে করে এতে করে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছুটা অভাব পরিলক্ষিত হয়েছে ।কর্পূরেট সেক্টর গুলিতে যে পরিমাণ টাকা খরচ হয় রাজ্য সরকার তার চেয়ে বহু গুণ টাকা খরচ করলেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কিছুটা খামতি রয়ে গেছে। সেই বিষয়টি নিয়ে তিনি চিন্তা ভাবনা করবেন বলেও জানান। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যেভাবে পরিষেবা দিচ্ছেন তাতে করে তিনি একশোর মধ্যে ৮০ শতাংশ কাজ হচ্ছে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই আচমকা পরিদর্শনে সকল চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীদের মধ্যে দারুন সচেতনতা পরিলক্ষিত হয়