রিদভান একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী বিজ্ঞানমেলা ও প্রদর্শনীর শুভ উদ্বোধন।
দুই দিনব্যাপী বিজ্ঞান মেলাও প্রদর্শনীর শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল বিলোনিয়া রিদভান একাডেমীতে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা হাতের তৈরি বিভিন্ন প্রজেক্ট নিয়ে এই বিজ্ঞান মেলায় অংশ গ্ৰহন করেছে। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রিদভান একাডেমীতে বিজ্ঞান মেলার সূচনা হয় । উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, পুরপরিষদের শিক্ষাও স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী ,দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার, বিদ্যালয় সহকারী পরিদর্শক বিমল দাস সহ রিদভান একাডেমীর প্রিন্সিপাল রাকেশ দেব । বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন ফিতা কেটে বিজ্ঞান মেলাও প্রদর্শনী কক্ষের দ্ধার উন্মোচন করেন। এছাড়া উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করে রিদভান একাডেমির আয়োজিত দুদিন ব্যাপী বিজ্ঞান মেলার অনুষ্ঠানের শুভসূচনা করেন ।আগামী রবিবার পর্যন্ত বিজ্ঞান প্রদর্শনী চলবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি জ্বালানির নবায়নযোগ্য সম্পদ ব্যবহারে উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণ করা বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন । অতিথিরা আলোচনা রাখতে গিয়ে রিদভান একাডেমির এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা । আলোচনা শেষে বিজ্ঞান মেলাতে প্রজেক্ট নিয়ে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে গলায় মেডেল পরিয়ে দেন অনুষ্ঠান উপস্থিত অতিথিরা। বেসরকারি পর্যায়ে রিদভান একাডেমী বিলোনিয়ার শিক্ষার মানকে অনেক উঁচুতে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন, তাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে বিলোনিয়ার শিক্ষানুরাগী জনগণ।