গোলাঘাটি ১২ পরিবারের ৩২জন ভোটার বিজেপি দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলো। গোলাঘাটি ব্লক কংগ্রেসের উদ্যোগে, শংকর শীল ও পপেশ সবর তাদের নেতৃত্বে গোলাঘাটি বিধানসভার সবর পাড়ার ১২ পরিবারের ৩২ জন ভোটার বিজেপি দল ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে যোগদান করে। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস সহ সভাপতি #অশোক_দেববর্মা এবং জেলা ও ব্লক কংগ্রেসের নেতৃত্বরা।