দশমি ঘাট পরিদর্শন করলেন আগরতলা পৌরনিগম মেয়র দীপক মজুমদার,কমিশনার কৈলাস কুমার যাদব, মেয়র এন্ড কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা।। মেয়র বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী অক্টোবর মাসের ৮ তারিখ মুখ্যমন্ত্রী হাত ধরে দশমী ঘাট উদ্বোধন করবেন। দুর্গাপূজায় এগিয়ে আসার সাথে সাথেই প্রশাসনিক ভাবে প্রায় সবদিক দিয়েই তৎপরতা শুরু হয়েছে। এই প্রাপ্ততার অংশ হিসেবে আজ রাজধানী আগরতলার পৌরনিগমের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রাজধানী আগরতলার দশমী ঘাট পরিদর্শন করেন। এই পরিদর্শনকালে মেয়র সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিত্বরা দুর্গা পূজার পরবর্তীতে বিসর্জনের দিন অর্থাৎ দশমীতে প্রতিমা বিসর্জন সম্পর্কিত বিষয়গুলো খতিয়ে দেখেন এবং যাতে করে কোনোভাবেই প্রতিমা বিসর্জন করতে অসুবিধে বা সমস্যা তৈরি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দান করেন।আজকের এই পরিদর্শন কালে মেয়র দীপক মজুমদার ছাড়াও পুরো কমিশনার শৈলেশ কুমার যাদব, মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য ছিলেন।গোটা বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মেয়র দীপক মজুমদার দাবি করেছেন ইতিমধ্যে পৌর নিগমের তরফ থেকে পরিকল্পনা করে দশমী ঘাট সম্পর্কিত বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে , তারপরও যাতে করে বিসর্জন সম্পর্কিত বিষয়ে কোন অসুবিধা না থাকে তার জন্যই আজকের এই পরিদর্শন বলে শ্রী মজুমদার দাবি করেন।