Sonamura : 05.10.2024 নেশা জাতীয় দ্রব্যের স্বর্গরাজ্য সোনামুড়া থেকে পাচার বাণিজ্য চলাকালীন আটক করা হলো ৬৬ কেজি শুকনো গাজা সহ গাড়ি চালক রফিকুল আলম নামে এক যুবক কে আটক করে সোনামুড়া থানার পুলিশ! বাড়ি সোনামুড়া থানাধীন নতুন বাজার এলাকায় জানা যায়।
সোনামুড়ার কমলনগর থেকে গাঁজা গুলো বুঝাই করে গভীর রাতে পাচার করার সময় সোনামুড়া আউটডোর চৌমুহনীর নিচে সোনামুড়া থানার গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করে সোনামুড়া থানার পুলিশ।। গাড়িটিকে তল্লাশ করে তিন বস্তা গাঁজা উদ্ধার করা হয় যার মধ্যে ৬৬ কেজি গাঁজা ছিল যার আনুমানিক বাজার মূল্য ৭ থেকে ৮ লক্ষ টাকা হবে বলে জানাই সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে. যে গাড়িটিকে আটক করা হয় তার নাম্বার হল ..TR 01BZ 0 653 সোনামুড়া থানার ওসি জানান এ ধরনের অভিযান আগামী দিনে জারি থাকবে. তবে গভীর রাতে সোনামুড়া মহকুমাতে যে সমস্ত গাড়িগুলা চলাচল করে সমস্ত গাড়ি গুলোই কিন্তু যথেষ্ট সন্দেহজনক তার মধ্যে কিছু কিছু কে আটক করলে তার থেকে বের হচ্ছে অসংখ্য নেশা জাতীয় দ্রব্য যদি মহাকুমার প্রশাসন বা পুলিশ প্রশাসন এই সমস্ত গাড়ি গুলোকে রাত্রেবেলা এই সমস্ত গাড়িগুলোতে তল্লাশি চালায় তাহলে আরো বড় ধরনের নেশা বাণিজ্যকে আটকাতে পারবে বলে মনে করছি অভিজ্ঞ মহল.