তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট গন ডেপুটেশনে মিলিত হন অল ইন্ডিয়া স্টুডেন্ট প্রগ্রেসিভ ফোরামের সদস্যরা। অত্বিসতর দাবি পূরণ করা হলে আগামীদিনে বৃহত্তর ছাত্র যুব আন্দোলনে সামিল হবেন তাঁরা বলে হুশিয়ারী দেন সংগঠনের নেতৃত্বরা। সংগঠনের সদস্য শুভম আচার্য্য বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়নের জন্য, রাজ্য সরকার রাজ্য জুড়ে স্কুল বন্ধ এবং একত্রীকরন করার পথে এগিয়ে যাচ্ছে। এছাড়াও সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে স্কুলগুলিতে উন্নয়ন ফি আরোপ করে ছাত্রছাত্রীদের অবৈতনিক শিক্ষার অধিকার খর্ব করছে। দরিদ্র ও প্রান্তিক পটভূমির ছাত্র সম্প্রদায় এই সমস্ত নীতির দ্বারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে । তাদের একটি বড় অংশ ইতিমধ্যে শিক্ষার ক্ষেত্র থেকে নিজেদের দুড়ে সড়িয়ে নিয়েছে । আবার কেউ কেউ পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাসে এর প্রতিফলন ঘটেছে। সব স্তরের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষকের তীব্র সংকটের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্কুল পরীক্ষার সাম্প্রতিক ফলাফলও রাজ্যের সরকারী শিক্ষা ব্যবস্থার ক্ষয়িষ্ণু অবস্থা দেখায়। রাজ্যের ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা হিসাবে, আমরা এই সমস্ত উন্নয়নের জন্য অত্যন্ত ব্যথিত। এমতাবস্থায় উল্লেখিত বিষয়ে গুলিতে শিক্ষা দপ্তরের স্পষ্টিকরন চেয়ে তিন দফা দাবী জানিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান তিনি।তিনি আরও বলেন শিক্ষার এউ অব্যবস্থার পরিপ্রেক্ষিতে, আমরা আমাদের দাবির সমর্থনে একটি গণস্বাক্ষর অভিযান নিয়ে রাজ্যের ছাত্র, অভিভাবক এবং সংশ্লিষ্ট নাগরিকদের কাছে গিয়েছি এবং রাজ্য জুড়ে স্টেকহোল্ডারদের কাছ থেকে অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া পেয়েছি, যার প্রতিলিপিও ডেপুটেশনে সম্পৃক্ত করা হয়েছে। এদিন শিক্ষা দপ্তরের অধিকর্তা না থাকায় উপ অধিকর্তার নিকট স্মারকলীপি প্রদান করা হয়েছে। তিনি মৌখিকভাবে দাবী গুলির যৌক্তিকতা স্বীকার করলেও, সরকারের এই মহুর্তে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। এতে করে এটা সহজেই অনুমান করা যায় আগামীদিনে রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা আরও বৃদ্ধি পাবে, পাশাপাশি রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরো অন্ধকারের পথে ধাবিত হবে। ফলে এই শিক্ষার হাল ফেরাতে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আগামীদিনে সাড়া রাজ্যজুড়ে বৃহত্তর ছাত্র যুব আন্দোলনে নামারও হুশিয়ারি দেন সংগঠনের নেতৃত্বরা।