গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ আগরতলা চন্দ্রপুর স্ট্যান্ড এলাকা থেকে নাগাল্যান্ডের একটি লরি গাড়ি আটক করে যার মধ্যে ৪৫ প্যাকেট গাঁজা উদ্ধার হয় এবং গাড়ির চালককে আটক করে! গাঁজা গুলির বাজার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকার উপর হবে বলে জানান পুলিশ সুপার ডঃ কিরণ কুমার। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর পূর্ব থানার পুলিশের বিশেষ সফলতা। বিশেষ করে স্মরণকালের মধ্যে এত বিশাল পরিমাণের সফলতা পূর্ব থানা দেখাতে পারেনি।জানা গেছে রাজধানী আগরতলার চন্দ্রপুর স্ট্যান্ড এলাকা থেকে নাগাল্যান্ডের একটি গাড়িকে আটক করে ৪৫ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে। আটককৃত গাজা গুলোর বাজার মূল্য আনুমানিক ৭০ লক্ষাধিক টাকার উপর হবে বলে পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছেন।বর্তমানে গাড়িটি কলেজটিলা পুলিশ ফাঁড়িতে রয়েছে।গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য হচ্ছে বিশ্বস্ত সূত্র মারফত খবরের ভিত্তিতেই তাদের আজকের এই অভিযান। পাশাপাশি এটাও দাবি করা হয়েছে আগামী দিনেও নেশা বিরোধী এই প্রকারের অভিযান জারি থাকবে।শহরের বুকে এই বিশাল পরিমাণে গাজা উদ্ধারের ঘটনা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। যেভাবে প্রায় প্রতিনিয়ত গাঁজাসহ অবৈধ নেশা সামগ্রী রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন তৈরি হচ্ছে আদতে ত্রিপুরা রাজ্য স্বপ্নের নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে উঠবে তো?