উজ্জয়ন্ত প্যালেস এর গার্ডেন সংস্কার ও পুনরুদ্ধার প্রকল্পের শুভ উদ্বোধন। পর্যটকদের জন্য মন মাতানো আলোক সজ্জায় সুসজিত করা হয়েছে উজ্জন্ত প্যালেস কে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য, পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী , মেয়র দীপক মজুমদার, এএমসি কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আরো অন্যান্যরা।