পার্বত্য চট্টগ্রামে কৈবল্যধামে মহন্ত মহারাজের উপর বর্বরোচিত হামলার বিরুদ্ধে বড়পাথরীতে প্রতিবাদ মিছিল।
শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তা হীনতা বোধ করছে । সুরক্ষিত নয় হিন্দু সনাতনী সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা । যখন তখন আক্রমন হানিয়ে আনছে সংখ্যালঘুদের উপর। এমনকি আঘাত হানছে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে। বাংলাদেশের প্রতিনিয়ত মৌলবাদীরা এই বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে । বাংলাদেশের এই বিচ্ছিন্নতা কামী মৌলবাদী শক্তিকে ধিক্কার জানালো বিলোনিয়া বড়পাথরী রাম ঠাকুর মন্দির কমিটি । গত ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কৈবল্যধামে মোহন্ত মহারাজ কালিপদ ভট্টাচার্যের উপর এবং কৈবল্যধামে বাংলাদেশের মৌলবাদীরা আক্রমন ও ভাঙচুর চালায়। এই আক্রমনের প্রতিবাদে হয় এদিনের বিক্ষোভ মিছিল । এই আক্রমণের প্রতিবাদে দুপুর ১২ টা পর্যন্ত বড়পাথরী বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এদিনের প্রতিবাদ মিছিলটি সংগঠিত হয় বিলোনিয়া বড়পাথরী রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণ থেকে শত শত ভক্ত প্রাণ সনাতন ধর্মাবলম্বীরা বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ শুরু হয়ে, বড়পাথরী সোনাপুর , লক্ষীপুর হয়ে শেষ হয় পুনরায় রাম ঠাকুর মন্দির প্রাঙ্গনে এসে। রাম ঠাকুরের অসংখ্য ভক্তরা এই দিনের বিক্ষোভ মিছিলে পা মেলান। বিক্ষোভ মিছিল শেষে রাম ঠাকুর মন্দির প্রাঙ্গনে, মন্দির কমিটির পক্ষ থেকে ধিক্কার জানান এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই আক্রমনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নিতে যাতে বাংলাদেশ সরকার উদ্যোগী ভুমিকা নেন, যাতে কোন সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর হামলা না হয়। যদি তা না হয় আগামী দিন গন আন্দোলনের হুঁশিয়ারি দেন বাংলাদেশ সরকারকে।