স্মার্ট সিটি প্রকল্পে হাজার কোটি টাকা ব্যয়,
তবুও বৃষ্টিতে বানভাসি আগরতলা!
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ই আগস্ট :
কখনো ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের গল্প, আবার কখনো স্মার্ট সিটি প্রকল্পের সাফল্যের কাহিনী—এই নিয়েই বারবার দাবি করা হচ্ছে রাজধানী আগরতলা আজ আধুনিক শহরে পরিণত হচ্ছে। বিশেষত, শহরে যাতে জল না জমে তার জন্য নাকি নেওয়া হয়েছে বিজ্ঞানসম্মত পরিকল্পনা। সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে লক্ষ কোটি টাকা।
কিন্তু বাস্তবের ছবিটা ভিন্ন। মাত্র কয়েক পশলা বৃষ্টিতেই শহরের রাস্তাঘাটে তৈরি হয়েছে বানভাসি অবস্থা। ফলে সরকারের সব দাবি নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।
বৃষ্টিতে ডুবল শহর
আজ পড়ন্ত বিকেলে দু-এক পশলা বৃষ্টির পরেই আগরতলার বিভিন্ন এলাকায় দেখা গেছে হাঁটু সমান জল। রাস্তা, বাজার, এমনকি আবাসিক এলাকাতেও জল জমে পড়ে মানুষের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
উৎসবের আগে আতঙ্ক
রাজ্যের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আসন্ন। আর ঠিক তার আগে শহরের এই চিত্রে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নতুন করে আতঙ্ক। প্রশ্ন উঠছে—পুজোর সময়ে যদি টানা কয়েকদিন বৃষ্টি হয়, তাহলে কীভাবে চলবে আগরতলা শহর?
কোটি কোটি টাকা খরচ, কিন্তু ফল কোথায়?
মানুষের আক্ষেপ—
-
এত কোটি টাকা ব্যয় করার পরও কেন জলের সমস্যা সমাধান হলো না?
-
স্মার্ট সিটি প্রকল্প কি কেবল কাগজেই সীমাবদ্ধ?
-
শহরবাসীর দুর্ভোগ কমানোর পরিবর্তে কি এটি এক নতুন প্রহসন হয়ে দাঁড়াচ্ছে?
বড় প্রশ্ন
আদতে কি স্মার্ট সিটি প্রকল্প রাজধানীবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে? নাকি এই প্রকল্প কেবল সরকারের প্রচারের হাতিয়ার হয়ে থাকবে? আজকের ঘটনায় সেই প্রশ্ন আরও একবার জোরালো হলো।