উত্তম ভক্ত চৌমুহনী নাকা পয়েন্টে প্রচুর পরিমাণে অবৈধ বিলেতি মদ উদ্ধার সহ গাড়ির চালককে আটক করলো বিশালগড় থানার পুলিশ ঘটনা মঙ্গলবার দুপুরে। আটক চালক সহ উদ্ধার অবৈধ বিলিতি মদ নিয়ে আসে থানায়। প্রত্যেক দিনের মতো বিশালগড় থানার এএসআই প্রদীপ নট্ট, এএসআই কাকলি সাহা উত্তম ভক্ত চৌমুহনী নাকা পয়েন্টে ভিহিকেল চেকিং করছিলেন।ঠিক সেই সময় একটি কমান্ডার গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন কোম্পানির ৭৪ টি অবৈধ বিলিত মদ উদ্ধার করে এবং গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে আসে। বিস্তারিত জানান ওসি সঞ্জিত সে