বিগত কয়েক বছর ধরে TTAADC ধলাই জোনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PWD ধলাই ডিভিশনের যে সকল কাজ হচ্ছে সেগুলি রেস্ট্রিকটেডের মাধ্যমে এবং সিলেক্টেড কিছু কন্টাকটারের মাধ্যমে করা হচ্ছে। এরই প্রতিবাদে আজ মঙ্গলবার আমবাসা মহকুমার অন্তর্গত উপনগর স্থিত TTAADC ধলাই জোনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উদয় শঙ্কর জমাতিয়ার নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপ্রাসা ডেভলপমেন্ট কমিটি এবং ত্রিপ্রাসা কন্টাকটার কমিটি। একদিন উভয় কমিটির সভাপতি দ্বয় যথাক্রমে প্রদিপ রিয়াং এবং রাজু চন্দ্র রিয়াং স্মারকলিপি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উদয় শংকর জমাতিয়ার হাতে তুলে দেন। ডেপুটেশন প্রদানকালে প্রদীপ রিয়াং বলেন বিগত কিছু বছরগুলি ধরে এভাবেই চলে আসছে। উনারা এর প্রতিবাদ স্বরূপ আজ ডেপুটেশন প্রদান করেন। উনাদের দাবি রেস্টিকটেড এবং সিলেক্টেড কন্টাকটার এর মাধ্যমে কাজ করানো যাবেনা। উনারা চাইছেন ওপেন টেন্ডার করা হোক। আর এর ফলে সকলে টেন্ডারের অংশগ্রহণ করতে পারবে। তিনি আরো বলেন ২০২১ সাল পর্যন্ত উনারা ওপেন টেন্ডার এর মাধ্যমে কাজের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিগত কিছু বছর ধরে ওপেন টেন্ডার না ডাকার ফলে উনারা কাছ থেকে বঞ্চিত হচ্ছেন। আর এর ফলে আমবাসার স্থানীয় কন্টাকটররা কাজ করতে পারছেন না।