বৃষ্টির জল নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত একাধিক!!থানায় মামলা ঘটনা উত্তর চড়িলাম আড়ালিয়া!! সাত সকালে বৃষ্টির জল নিয়ে চড়িলাম আড়ালিয়া এলাকায় সোহেল আলম ও পার্শ্ববর্তী বাড়ির হান্নান হোসেনের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর ভাবে আহত ৩, ঘটনা শনিবার সকালে। বিশালগড় থানায় ও বিশালগড় মহিলা থানায় মামলা করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। শনিবার সাতসকালে সামান্য বৃষ্টি হয় চড়িলাম আড়ালিয়া এলাকায় সে সময় পার্শ্ববর্তী বাড়ির সোয়েল আলমের বাড়ি থেকে প্রতিনিয়ত বৃষ্টির জল দ্রুত বেগে হাসছে আনান হুসেনের বাড়িতে। আনান হুসেনের মা পেয়ারা বেগম বৃষ্টির জল উনার বাড়িতে যেন না আসে সেদিকে একটি বাঁধ দেয়। আর তাতেই পার্শ্ববর্তী বাড়ির সুয়েল আলম সহ তার পরিবারের সদস্য দিদার হোসেন, ময়নাল মিয়া, মিনা বেগম, আরিয়ান হোসেন, লাঠি নিয়ে এলোপাথাড়ি আক্রমণ করেন পেয়রা বেগমের উপর। পেয়রা বেগমের উপর আক্রমণ দেখে স্বামী তাহেদ মিয়া ঘটনাস্থলে ছুটে আসতেই অভিযুক্তরা তাহেদ মিয়া সহ উনার ছেলে হান্নান হোসেনের উপর লাঠি দিয়ে বেধড়ক আক্রমণ করেন। উভয় পরিবারের মধ্যে বৃষ্টির জল নিয়ে সংঘর্ষে আহত হয় তিনজন। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। জানাযায় অভিযুক্তরা পেয়রা বেগমকে মারধর করে ওনার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে ওনার শরীরের সমস্ত বস্ত্র ছিড়ে ফেলে। এ নিয়ে গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা। বিশালগড় মহিলা থানায় পিয়রা বেগমকে মারধোর শীলতাহানির চেষ্টার অভিযোগ মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে উক্ত ঘটনাকে নিয়ে আনান হুসেন অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন।