বাম প্রার্থী বাদল শীল হত্যা মামলায় অভিযুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করলো রাজনগর পি আর বাড়ি থানার পুলিশ!
বাদল শীল হত্যা মামলায় অভিযুক্ত আরো তিনজনকে গ্রেপ্তার করলো রাজনগর পি আর বাড়ী থানার পুলিশ। মোট সাত জনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ এই নিয়ে মোট ছয়জনকে গ্ৰেপ্তার করে পুলিশ। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ রিমান্ড চেয়ে হত্যা মামলায় জড়িত ধৃত তিন জনকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ। রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গত সোমবার রাতে বিলোনিয়া মহকুমার রাজনগর পিআর বাড়ি থানাধীন গৌরাঙ্গ বাজার ও ভৈরব নগর এলাকায় অভিযান চালিয়ে বিশু দাস, বাবুল দাস ও জগস্বর দাসকে পুলিশ গ্ৰেপ্তার করে। উল্লেখ্য,গত ১২ জুলাই সন্ধ্যায় চোত্তাখলা বাজারে দুর্বৃত্তরা হামলা বাদল শীলকে । সেই সময়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিন ত্রিপুরা জেলা পরিষদের চার নং আসনের সিপিআই(এম) প্রার্থী ছিলেন বাদল শীল। গুরুত্বর আহত অবস্থায় বাদল শীল আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুলাই প্রয়াত হন। বিস্তিত ঘটনা জানিয়ে পি আর বাড়ী থানায় বাদল শীল হত্যার সাথে যুক্ত সাত জনের নাম ঠিকানা দিয়ে মামলা দায়ের করে বাদল শীলের পরিবার। U/S- 118(ii)/109(i) BNS 103(i)/3(5) BNS-2023 ধারা নিয়ে পুলিশ ঘটনার তদন্ত ক্রমে প্রথমে অমল দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে । অমল দাস বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে। এরপর পুলিশ আরো রিংকু পোদ্দার ও প্রদীপ নমঃকে গ্ৰেপ্তার করে। এরাও আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে। গত সোমবার রাতে পুলিশ আরো তিন জনকে আটক করে। মোট ছয় জনকে আটক করে। আরো একজন অভিযুক্ত অধরা। জানা যায়, বর্তমানে গ্ৰাম পঞ্চায়েতের শাসক বিজেপি দলের জনপ্রতিনিধি । পুলিশ কি পারবে গ্ৰেপ্তার করতে সেই দিকে তাকিয়ে বাদল শীলের পরিবার সহ বুদ্ধিজীবী মহল