কৈলাসহরের ইরানী থানার অন্তর্ভুক্ত চাতলাং এলাকায় দুই বাংলাদেশী নাগরিককে আটক করে কুড়ি সেপ্টেম্বর শুক্রবার দুপুরে তাদেরকে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে ইরানি থানার পুলিশ। কৈলাসহরের ইরানী থানার অন্তর্ভুক্ত চাতলাং এলাকায় দুই বাংলাদেশী নাগরিককে আটক করে কুড়ি সেপ্টেম্বর শুক্রবার দুপুরে তাদেরকে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে ইরানি থানার পুলিশ। সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে অশান্ত পরিস্থিতিতে সেখানকার সাধারণ শ্রমিকরা কাজ হারিয়ে দিশেহারা। তাই, কাজের সন্ধানে রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত থেকে ভারত সীমান্তে প্রবেশ করছেন বহু অনুপ্রবেশকারী। ঠিক এমনই একটি ঘটনা ঘটলো ঊনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে কৈলাসহর মহকুমার চাতলাং এলাকার ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে। বৃহস্পতিবার গভীর রাতে চাতলাং এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশের দুই নাগরিক ৩৮বছরের মহম্মদ সাহিদ ও ২৫বছরের আকলিমা বেগম বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে সীমান্ত সুরক্ষা বাহিনী বি.এস.এফ তাদের পাকরাও করে। আইন মোতাবেক বি.এস.এফ শুক্রবার ইরানি থানার পুলিশের হাতে তাদের তোলে দেয়। আটককৃত দুই বাংলাদেশী নাগরিকের বাড়ী যথাক্রমে ঢাকার টুঙ্গী ও মানিকগঞ্জ এলাকায়। ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর ৯৭ নম্বর ব্যাটালিয়ন বি.এস.এফ জওয়ানদের হাতে আটক হয় এই দুই বাংলাদেশী নাগরিক। ধৃতদের শুক্রবার ইরানি থানায় হস্তান্তর করা হলে থানায় রুটিন চেকআপের সময় মহম্মদ সাহিদের পিঠে কিছু আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতের চেন্নাইতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলো তারা এবং একাজে তাদের সহযোগিতা করেছে বাংলাদেশের কিছু দালালরা। ইরানি থানার পুলিশ ধৃত দুই বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী ৫টি ধারায় মামলা রজু করেছে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে শুক্রবার দুপুরে কৈলাসহর আদালতে সোপর্দ করেছে ইরানি থানার পুলিশ।