মন্ত্রীর উপস্থিতিতে শান্তির বাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমিতে অনুষ্ঠীত করাহয় এক সংবর্ধনা অনুষ্ঠান।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ত্রিপুরা মধ্যশিক্ষাপর্যদে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উক্তিন্ন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদানকরাহয়। এইবছর মাধ্যমিকের ফলাফলে সারা ত্রিপুরারাজ্যের মধ্যে সেরা দশেরমধ্যে ৪ টি স্থান অর্জনকরেছে শান্তির বাজার সান ফ্লাওয়ার ইংলিশমিডিয়াম স্কুলের ছাত্র ছাত্রীরা। এইসকল কৃতি ছাত্রছাত্রী ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রীদের এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সংবর্ধনা প্রদানকরাহয়। শান্তির বাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করাহয়। সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের নিয়ে বিদ্যালয়ের একাধিক প্রকল্পের শুভসূচনা করাহয়। এই প্রকল্পগুলিরমধ্যেরয়েছে স্মার্ট ক্লাস রুম, ডিজিটাল ক্লাস, কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রসহ একাধিক প্রকল্পের শুভসূচনাকরাহয়। বিদ্যালয় কতৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিতছিলেন জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যন স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, দক্ষিন জেলাপরিষদের সদস্য নিতিশ দেবনাথ, শান্তির বাজার পূর্ত দপ্তরের এক্সিউটিভ তাপস মারাক, বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরন দাস, বিদ্যালয়ের প্রিন্সিপল গোপালচন্দ্র মল্লিক, প্রাক্তন ডেপুটিস্পীকার গৌরিশঙ্কর রিয়াং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগতভাষন রাখেন বিদ্যালয়ের প্রিন্সিপল গোপাল চন্দ্রমল্লিক। স্বাগতভাষন রাখতেগিয়ে গোপালচন্দ্র মল্লিক জানান ২০০৪ সালথেকে সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমির পথচলা শুরু হয়েছে। এইবছর বিদ্যালয় ২০ বছরে পদার্পন করেছে। বিদ্যালয় থেকে এখনোপর্যন্ত ৯ টি ব্যচ মাধ্যমিকে অংশগ্রহনকরেছে। করোনা মহামারির জন্য একবছর ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরিক্ষায় বসতেপারেননি। বিগত ৯ বছর যাবৎ যেসকল ছাত্র ছাত্রীরা পরিক্ষায় বসেছে সকলে পরিক্ষায় উক্তিন্নহয়েছে। বিগত কয়েকবছর যাবৎ এই বিদ্যালয়ের ফলাফলে সারা রাজ্যজুরে বিদ্যালয়ের নাম সর্বত্র ছরিয়েপরেছে। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় এই বিদ্যালয় রাজধানীর বিভিন্ন বিদ্যালয়কে টেক্কাদিয়ে শিক্ষাব্যাবস্থার ফলাফলে প্রথমস্থান অর্জনকরেছে। তাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা চেয়েছেন প্রিন্সিপল। অপরদিকে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া উনার বক্তব্যরাখতেগিয়ে বিগতদিনের তুলনায় বর্তমান রাজ্যসরকারের প্রচেষ্টার শিক্ষাব্যাবস্থার কি কি উন্নয়ন হয়েছে তানিয়ে আলোচনা করেন। মন্ত্রী জানান এইবারের বন্যায় বিদ্যালয়ে যাক্ষতিগ্রস্থ হয়েছে মহকুমাশাসককে বলে এস ডি আর এফ ফান্ড থেকে ক্ষতিপূরন দেওয়াহবে। অপরদিকে আজকের অনুষ্ঠানের মধ্যদিয়ে বিধায়ক জানান তিনি বিদ্যালয়ের উন্নয়নে বিধায়কের তহবিল থেকে ৫ লক্ষটাকা দিয়েছে। আগামীদিনে আরো ৫ লক্ষটাকা দেওয়ার প্রয়াস করাহবে। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধান প্রদানকরাহয়। আজকের সংবর্ধনা অনুষ্ঠানে মাধ্যমিকে উক্তিন্ন ৪৬ জন ও উচ্চমাধ্যমিকে উক্তিন্ন ১৮ জন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদানকরাহয়। বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরন দাসের ধন্যবাদসূচক ভাষনেরমধ্যদিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তিকরাহয়। সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমির উদ্দ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত লোকজনদেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।