স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন কে পালন করে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা/ আজ বটতলা শিব মন্দিরের সামনে এক স্বচ্ছ ভারত অভিযান এর আয়োজন করা হয় এবং ১০ জন মহিলা সাফাই কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয়।গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম জয়ন্তী প্রতিপালন করার পাশাপাশি এই জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন প্রকারের রাজনৈতিক এবং সামাজিক কর্মসূচি নজরে পড়ছে। এরই অঙ্গ হিসেবে আজ ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে রাজধানী আগরতলার বটতলার শিব মন্দিরের সামনে এক স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত করা হয় এবং ১০ জন মহিলা সাফাই কর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে মহিলা মোর্চার প্রদেশ সম্পাদিকা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার দাবি করেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জন্মদিন কে স্মরণীয় করে রাখতে এবং নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই আজকে তাদের এই উদ্যোগ। শ্রীমতি মজুমদারের দাবি হচ্ছে নরেন্দ্র মোদী যেভাবে গোটা দেশের মধ্যে স্বচ্ছ ভারত অভিযান রূপায়ণের মাধ্যমে স্বচ্ছতার দিকে দেশবাসীকে অনুপ্রাণিত করেছেন তা এক কথায় অনবদ্য। এর পাশাপাশি শ্রীমতি মজুমদার দাবি করেন এই সময়ের মধ্যে নরেন্দ্র মোদি একদিকে যেমন দেশের উন্নয়নের জন্য প্রচেষ্টা জারি রেখেছেন , ঠিক এর পাশাপাশি দেশকে এক সূত্রে বাঁধার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন।