গোপন সংবাদের ভিত্তিতে নাবালিকা অপহরণ ও ধর্ষন কান্ডে অভিযুক্ত যুবক প্রসনজিত মুহুরীকে গ্রেপ্তার করল বিলোনীয়া থানার পুলিশ। জানা গেছে ধর্মনগর পুলিশের সহযোগিতায় রবিবার রাত আনুমানিক দুইটায় ধর্মনগর রেল ষ্টেশান থেকে গ্ৰেপ্তার করা হয় প্রসেনজিত মুহুরীকে। পরে সোমবার দুপুরে ধর্মনগর থেকে প্রসেনজিত মুহুরীকে বিলোনীয়া থানায় নিয়ে আসা হয়। অভিযুক্তকে দফায় দফায় পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে । তবে তদন্তের স্বার্থে মুখ খুলতে চাইছে না। মঙ্গলবার ধৃতকে আদালতে সোপার্দ করা হবে পুলিশ জানায়। উল্লেখ্য ,গত শনিবার বিলোনীয়া থানার অন্তর্গত বিলোনিয়া ঋষ্যমুখ ব্লকের ঋষ্যমুখ ফাঁড়ি এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বাড়িতে নামিয়ে দেওয়ার নাম করে এলাকারই যুবক প্রসেনজিৎ মুহুরী অপহরন করে এবং জোর পূর্বক ধর্ষন করে বলে অভিযোগ উঠে । স্কুল ছুটির পর বাড়িতে ফিরে না আসায় ঋষ্যমুখ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দক্ষিণ জেলা পুলিশ সুপার, মহাকুমা পুলিশ আধিকারিক, বিলোনিয়া মহিলা থানার পুলিশ । শুরু হয় খোঁজ খুঁজি । অবশেষে রাত প্রায় ৯ঃ৪৫ মিনিট নাগাদ নাবালিকা কন্যাটি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে একাই বাড়িতে এসে পৌঁছায়। পরিবারের লোক শনিবার রাতেই বিলোনীয়া মহিলা থানায় মামলা দায়ের করেন। রবিবার সকালে টি আর ০৩ ই ১৫২৩ নাম্বারের গাড়ি উদ্ধার করা হয় বিলোনিয়া রেল স্টেশন থেকে। জানা গেছে গাড়িটি অপহরন কারি প্রসেনজিত মুহুরীর।