আগরতলা জওহর ব্রীজের পাশে বাঁশ বাজার সংলগ্ন এনবিআরসি এলাকায় সিপিআইএম সমর্থিত আবীর দাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এডি নগর থানার পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নির্বাচনী ক্ষেত্র আবারো কলঙ্কিত রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায়। এবার এক বাম সমর্থকের বাড়িতে দুষ্কৃতি হামলা, পরিবারের অভিযোগ সিপিআইএম করার অভিযুগেই তাদের উপর এই আক্রমণ সহ হামলা।ঘটনাস্থল এডি নগর থানার অন্তর্গত জহর ব্রিজ সংলগ্ন এন বি আর সি ক্লাব সন্নিহিত জনৈক আবির দাসের বাড়িতে।জানা গেছে আবির দাস একজন ঠিকেদার।পরিবারের সদস্যদের অভিযুগ হচ্ছে রাতের বেলা হঠাৎ করে বেশ কিছু দুষ্কৃতিকারী তাদের বাড়িতে আক্রমণ সংগঠিত করে এবং আবিরকে খুঁজতে থাকে। ভীত সন্ত্রস্ত পরিবারের পরিজনেরা কোন কিছু বুঝে ওঠার আগেই তাণ্ডব লীলা সংঘটিত করে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পরিবারের সদস্য থেকে শুরু করে একটা অংশের দাবি হচ্ছে প্রকৃত অর্থে আইনের শাসন কায়েম থাকলে এই প্রকারের ঘটনা ঘটতে পারতো না।যদিও এডি নগর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে গেছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক সন্ত্রাসের বা রাজনৈতিক হিংসার এই ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।