মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন এবং সেগুলিকে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন রাজ্য সরকার । কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে পি এম বিশ্বকর্মা প্রকল্প । বুধবার নলছড় কমিউনিটি হলে পি.এম বিশ্বকর্মা প্রকল্পে ৫ দিনের প্রশিক্ষণ শিবির শেষে এক শংসাপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিপাহীজলা জেলার প্রায় ৩৫০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে স্থানীয় বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই কাজ , বাঁশের ঝুড়ি বানানো ও রং মিস্ত্রীরর কাজে, কাঠমিস্ত্রি ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল তাদের। বিভিন্নভাবে প্রশিক্ষণ শেষ হওয়ার পর বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই শংসাপত্র তুলে দেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন স্বপন কুমার দাস , ন্যাশনাল স্কিল ডেভেলাপমেন্ট কর্পোরেশনের DPMU রিধি ধর , নর্থ ইর্স্টান হেন্ড্রিক্র্যাপ্ট এন্ড হেন্ডলোম ডেভলাপমেন্ট কর্পোরেশন লিমিটেডের স্টেট কোর্ডিনেটর অসীম সূত্রধর প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক কিশোর বর্মন বলেছেন দেশকে স্বনির্ভর করার ক্ষেত্রে এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। এই প্রকল্পে বিনা সুদে ঋণ গ্রহণ করার সংস্থান থাকায় গ্রামীণ বেকাররা ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি এই প্রকল্প বিষয়ে কিভাবে প্রশিক্ষণ নেওয়া যায় এবং কি কিভাবে ঋণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত জানানলিমিটেডের স্টেট কোর্ডিনেটর অসীম সূত্রধর। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে এবং সহজ পদ্ধতিতে ঋণ পেয়ে সরকারকে ধন্যবাদ জানান এক সুবিধাভোগী।