হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আগরতলা শহরে সচেতনামূলক রেলি অনুষ্ঠিত হয় যার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা বরাবরই গোটা রাজ্যের বিভিন্ন প্রকারের স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক উদ্যোগে গ্রহণ করার ক্ষেত্রে নজির তৈরি করে চলেছে। একই রকম ভাবে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে আগরতলা শহরে সারা জাগিয়ে সচেতনতামূলক রেলি সংঘটিত করা হয়। এই রেলিটি উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে শুরু হয়ে শহর আগরতলা বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় একই জায়গাতেই শেষ হয়।এই গোটা কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সভাপতি প্রদীপ ভৌমিক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা শামিল ছিলেন। এই সচেতনতামূলক রেলিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে নানা স্তরের প্রতিনিধিদের উপস্থিত থাকতে দেখা গেছে।এই আয়োজন সম্পর্কে এবং আজকের দিনের তাৎপর্য সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সকলকে সার্বিকভাবে এগিয়ে আসার আহ্বান রাখেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন অসচেতনতার কারণে নানা প্রকারের মৃত্যুর ঘটনা থেকে শুরু করে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে যেগুলো একমাত্র সচেতনতার দ্বারা এড়ানো সম্ভব। তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী আজকের এই আলোচনায় সরকারের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলার পাশাপাশি সার্বিক স্বার্থের সকলের প্রয়োজনীয় সচেতনতা অর্জন করার মধ্য দিয়ে সমাজ বিকাশে সঠিক স্বাস্থ্য ব্যবস্থা গঠনের উপর গুরুত্ব আরোপ করেছেন। এছাড়াও ডাক্তার প্রদীপ ভৌমিক আজকের দিনের তাৎপর্য তুলে ধরে সকলকে সার্বিকভাবে সচেতনতার রাস্তা অবলম্বন করে সমাজকে সুস্থ রাখার পথে এগিয়ে যাওয়ার আহবান রাখেন