আরজি কর কাণ্ডের তদন্ত ঘিরে এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। এবার উঠে আসছে এক বিদেশি সিম-র অস্তিত্ত্বের তথ্য। ইতিমধ্যেই আরজি কর-এ তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে তদন্তে নেমেছে সিবিআই। রয়েছে ধর্ষণ ও খুনের অভিযোগ। এদিকে. ‘আনন্দবাজার ডট কম’ এর সূত্র উল্লেখিত খবর অনুযায়ী, ৯ অগস্ট সকাল ১০ টার পর থেকে আরজি করের বেশ কয়েকজনের কাছে এক ভিনদেশি সিম-এর নম্বর থেকে আসে ফোন। রিপোর্টে দাবি করা হয়েছে, ফোন যায় সন্দীপ ঘনিষ্ঠ কয়েকজন চিকিৎসকের কাছেও। প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ভিনদেশি সিম-রহস্য ঘিরে।
