ভিসা ছাড়াই পাকিস্তানে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের
বাংলাদেশী জনগণদের জন্য সুখবর। ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবে বাংলাদেশী নাগরিক। কথাটি অবাস্তব হলের সত্যি এমনই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ভিসা অফিস। তাহলে আর দেরি না করে জেনে নিন পাকিস্তানের কিছু পর্যটন কেন্দ্রের নাম – ভারতের ভুস্বর্গ খ্যাত কাশ্মীরের একাংশ পাকিস্তানেও রয়েছে, তা ছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সড়ক কারাকোরাম মহাসড়ক, সোয়াত, হুনজা ভ্যালি, আতাবাদ লেক, নীলাম ভ্যালীর মত শতাধীক স্থান রয়েছে। বিশ্বাস করুন, জীপে চড়ে যখন বরফে ঢাকা স্কার্দু পারি দিবেন, পৃথিবীর অন্যসব দেশের কথা ভুলে যাবেন।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ এক বার্তায় জানিয়েছেন, গত দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশ সহ পৃথিবীর আরো ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ফি ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবেন।