বৈঠকে পঞ্চায়েত সদস্যা পূর্নিমা কে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার কুলুবাড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা খোরশেদ আলম। আগামীকাল তোলা হবে আদালতে।।
বক্সনগর বিজেপিতে একের পর এক সংঘর্ষ লেগেই আছে , পঞ্চায়েতে নির্বাচনের শপথ গ্রহণের পরেও থেমে নেই সে সংঘর্ষ, শপথ গগ্রহণের পর কুলুবাড়ি পঞ্চায়েতে সদস্যের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার, সে বৈঠকেই ঘটে বিপত্তি, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী তথ্য বর্তমান ৩ নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম সেই বৈঠককে তারই দলের কর্মী তথা পঞ্চায়েতের অন্য মহিলা সদস্য পূর্নামা নম: কে বৈঠককের মাঝেই মারধর করার অভিযোগে উঠে, তার পর তাঁর বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ মেম্বার খোরশেদ কে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে আসে। উল্লেখ্য এবার পঞ্চায়েত নির্বাচনে কুলুবাড়ি পঞ্চায়েতে প্রধান করা হয় রনজিৎ নমঃ এবং উপ প্রধান করা হয় নরুল আলমকে, আর তার জেরেই পঞ্চায়েত বৈঠকের প্রথমে দিনেই উত্তেজিত হয়ে পড়ে প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান মেম্বার খোরশ, টিকেট পাওয়া নিয়েই বৈঠককে প্রথমে বক্সনগর ব্লকে নতুন ভাইস চেয়ারম্যান স্বপনা নমঃ এর বোন মেম্বার পুর্নিমা নমঃ এর সাথে কথাকাটি হয় অন্য মহিলা সদস্য পারভীন আক্তার এর সাথে , একে অপরের বিরুদ্ধে অবৈধভাবে টিকেট পাওয়া নিয়ে কথাকাটাকাটি হয়, তার পরেও প্রাক্তন প্রধান পারভীন আক্তারের সঙ্গ নিয়ে পূর্নিমা কে মারধর করে বলে অভিযোগ উঠে, তখই বিজেপি দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত হয় কুলুবাড়ি পুলিশ একজন কে আটক করে রেখেছে খবর লেখা অব্দি।