মাইগঙ্গা নতুন বাজার এলাকায় ঘটলো চাঞ্চল্যকর ঘটনা! রবিবার গভীর রাতে সরকারি নায্য মূল্যের রেশন দোকান নং–২-তে হঠাৎ আগুন লাগানোর চেষ্টা হয়। দোকানটির মালিক উত্তম দাস প্রতিদিনের মতো সেদিনও দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন।
হঠাৎ গভীর রাতে ফোনে খবর পান, তার রেশন দোকান থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। স্থানীয় কয়েকজন মানুষ পদ্ম পূরাণ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ঘটনাটি প্রথম নজরে আনেন। তারা তৎক্ষণাৎ উদ্যোগী হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সফলও হন।
খবর পেয়ে দোকান মালিক উত্তম দাস দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি জানান, দোকানে চাল, ডাল, আটা সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুত ছিল। কে বা কাহারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে তার সন্দেহ। তবে স্থানীয়দের তৎপরতায় বড়সড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
ঘটনাটি নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্তে নেমেছে এবং কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।