নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ সেপ্টেম্বর:
উত্তর জেলার ধর্মনগর মহকুমার আনন্দবাজার রাজনগর কলোনি এলাকায় শনিবার কাকবোড়ে বিশাল অভিযানে নেমে প্রায় ৩০টিরও বেশি অবৈধ দেশি মদের কারখানা ভেঙে দেয় ধর্মনগর থানার পুলিশ।
অভিযানের নেতৃত্বে ছিলেন অফিসার ইনচার্জ মিনা দেববর্মা। তাঁর সঙ্গে সাব-ইন্সপেক্টর মনোজ পাল, বিশ্বজিৎ দাস সহ বিশাল পুলিশ ও TSR বাহিনীও অংশ নেন।
অভিযানে দেশি মদ তৈরির প্রায় ১০০০ কেজি কাঁচামাল ধ্বংস করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ওসি মিনা দেববর্মা জানান, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সুরক্ষিত রাখতে এই নেশাবিরোধী অভিযান চালানো হয়েছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে—পুলিশি তৎপরতা সত্ত্বেও কীভাবে এলাকায় বারবার নতুন করে দেশি মদের কারখানা গড়ে উঠছে?