উদয়পুরে ভাঙ্গারপাড় এলাকার ২৬ বছরের এক যুবতিকে হাত-পা বেঁধে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনা সুষ্ঠু বিচারের জন্য শাসকদল বিজেপি দলের গোমতী জেলার সভাপতি পুলিশ সুপারের নিকট ছুটে গেছেন। -রাজ্যের ইতিহাসে টাটা কালী বাড়ির ঘটনা আজও রাজ্যের মানুষ ভুলে যায়নি। এখনো এই ঘটনার চিহ্ন বয়ে চলছে রাজ্যবাসীর মনে। এর দাগ এখনো মুছে যায়নি, এরই মধ্যে গতকাল থেকে মন্দির নগরী উদয়পুর ভাঙার পার এলাকায় এক যুবতি কে নতুনভাবে কলঙ্কের আধার রচনা করলেন এলাকার বেশ কিছু তাবর তাবর নেতারা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখা গেছে দুই হাত পা বেঁধে হাতগুলোকে শরীরে পেছনের দিকে বেঁধে এক যুবতীকে পাড়ার ড্রেনের কালভার্টে উপুর করে ফেলে দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। চুলের মুঠি ধরে এক নারী নেত্রী যুবতীর চুল কেটে দিচ্ছে। এই ঘটনা সভ্য সমাজের কাছে কলঙ্ক জনক ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার বিজেপি গোমতী জেলার সভানেত্রী সবিতা নাগের নেতৃত্বে এক প্রতিনিধি দল গোমতী জেলা পুলিশ সুপারের নিকট ছুটে গিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়ে এসেছেন বলে সাংবাদিকদের সামনে বলেন সবিতা নাগ। তিনি বলেন এই ঘটনা সভ্য সমাজের কলঙ্কজনক ঘটনা। এই ঘটনা শাসক দল বিজেপি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কোন অবস্থাতেই প্রশ্রয় দেয় না। তাই তিনি আইনের প্রতি বিশ্বাস রেখে পুলিশ প্রশাসন তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে গোমতী জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সাংবাদিকদের বলেন ইতিমধ্যে তিনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং দূষিতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।। মহকুমা পুলিশ অধিকারী ও মহিলা থানার ওসির নেতৃত্বে একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। একটি মামলাও হাতে নেওয়া হয়েছে মামলার নম্বর গুলো হল ১২৭, ১৭৬ ও ৩৫১ ৩বিএন এস ধারা। যারা এই ঘটনায় যুক্ত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। ঘটনা তিন দিন হয়ে যাওয়ার পরও পুলিশ এখনো আসামিদের ধরার জন্য কোন ব্যবস্থা নেয় নি। দাবি উঠছে যারা এই ঘটনা সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।