সংবাদ প্রতিবেদন: বাইক ও জেসিপির মুখোমুখি ধাক্কায় মৃত্যু ও আহত – কৈলাসহরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
কৈলাসহর, ২৯ এপ্রিল:
কৈলাসহরের ভগবান নগর এলাকায় আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জ্ঞান রঞ্জন চাকমা (৩৫)-এর, এবং গুরুতর আহত হয়েছেন অরুপ চাকমা (৩২)। পেচারতল থানার অধীনে উগলছড়া গ্রামের বাসিন্দা জ্ঞান রঞ্জন চাকমা পেশায় ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির কর্মী ছিলেন। তিনি কুমারঘাট অফিসে কর্মরত থাকলেও এদিন ঊনকোটি জেলা হাসপাতালে একটি জেলা ভিত্তিক রিভিউ মিটিংয়ে যোগ দিতে বাইকে করে যাচ্ছিলেন।
সার্কিট হাউসের পেছনে পৌঁছানোর পর, উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি জেসিপি গাড়ি সজোরে বাইকটিকে ধাক্কা মারে। দুজনই বাইক থেকে ছিটকে মাটিতে পড়ে যান। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান রঞ্জন চাকমার মৃত্যু হয়। অরুপ চাকমা বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন।
ঘাতক জেসিপি চালক প্রজেশ সিনহা (২৩)-কে পুলিশ আটক করেছে। জানা গেছে, তার কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকটি ধীর গতিতে চলছিল, বিপরীতে জেসিপি গাড়িটি ছিল অত্যন্ত দ্রুতগামী। পুলিশ ঘাতক গাড়ি ও বাইকটি বাজেয়াপ্ত করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনা এলাকায় ব্যাপক শোকের ছায়া ফেলেছে এবং পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।