ত্রিপুরা জেল পুলিশ ওয়াডেন পদে ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দীর্ঘদিন ধরে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা না হওয়ায় চরম উদ্বেগে ভোগছেন বহু যুবক-যুবতী। এই পরিস্থিতিতে সোমবার একদল উত্তীর্ণ প্রার্থী ত্রিপুরা জেলের আইজি-র (ইন্সপেক্টর জেনারেল) কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করেন।
তাঁদের দাবি, ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হওয়ার পরেও লিখিত পরীক্ষার কোনো নির্দিষ্ট সময়সূচি এখনও জানানো হয়নি। এতে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বহুজন বছরের পর বছর ধরে এই নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অথচ এখন কোনো পরিষ্কার দিশা নেই বলে জানান তারা।
প্রার্থীরা জানান, যদি দ্রুত লিখিত পরীক্ষার দিন ঘোষণা না করা হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এদিনের ডেপুটেশনে তাঁরা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণের দাবি জানান।
আইজির দফতর সূত্রে জানা গেছে, বিষয়টি উপর মহলে পাঠানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।