কল্যাণপুর থানার মানিকচন্দ্র পাড়ায় বালির ঢিপি ধসে মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির পাশের স্তুপ করে রাখা বালিতে খেলতে গিয়ে হঠাৎ বালি চাপা পড়ে তিন শিশু। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করে কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়। অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খোয়াই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অভিযোগ, অবৈধ ও অবৈজ্ঞানিকভাবে বালির স্তুপ তৈরি করার ফলেই এই দুর্ঘটনা। প্রশাসনের কঠোর নজরদারি ও তৎপরতার দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
Leave a Comment
