অতি সম্প্রতি বিশ্রামগঞ্জ এলাকায় এক পরিবারের ওপর ঘটে গেল মারমুখী আক্রমণ। জানা গেছে, পরিবারটি গাড়িতে করে উদয়পুরের মাতা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, সেই সময়ই কিছু দুষ্কৃতীর হামলার মুখে পড়ে তারা।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অবশেষে আগরতলার এক হোটেল থেকে বিশ্রামগঞ্জ এলাকার বাসিন্দা বাপ্পা দেবনাথ নামে এক যুবককে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে, এবং তাদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। সূত্রে জানা গেছে, ঘটনার পর ব্যাপক চাপে পড়ে বাপ্পা দেবনাথ বিশ্রামগঞ্জ থেকে পালিয়ে এসে আগরতলার ওই হোটেলে আশ্রয় নেয়।
সেখান থেকে পশ্চিম থানার পুলিশ তাকে আটক করে এবং পরে বিশ্রামগঞ্জ থানার হাতে তুলে দেয়।