উদয়পুরের মির্জায় গৃহবধূ অঞ্জলি সরকারের নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে দিন দিন ত্রিপুরাজুড়ে বিক্ষোভ আন্দোলন জোরদার হচ্ছে। বিভিন্ন সংগঠনের মতোই ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে মেলা ঘরে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। নেতারা অভিযোগ করেন, শুধুমাত্র অঞ্জলি সরকার হত্যা মামলা নয়, রাজ্যে সামগ্রিকভাবে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিজেপি শাসনে একের পর এক আক্রমণের ঘটনা ঘটছে, বিশেষ করে তফসিলি অংশের সাধারণ মানুষ বারবার আক্রমণের শিকার হচ্ছেন।
বাম আমলের সঙ্গে তুলনা টেনে সংগঠনের বক্তব্য, বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার তফসিলি অংশের সামাজিক নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।