ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালো অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি – ত্রিপুরা চ্যাপ্টার।
রাজ্য সরকারের অনুদান দিয়ে পরীক্ষার ব্যয়ভার সামাল দেওয়া যাচ্ছে না—এই যুক্তিতে পর্ষদ পরীক্ষার ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাপে পড়বে হাজার হাজার পরীক্ষার্থী ও তাদের পরিবার।
ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কষ্ট সত্ত্বেও বোর্ড কর্তৃপক্ষের এই বাড়তি ফি দেওয়া ছাড়া উপায় থাকবে না। অভিযোগ উঠেছে, পরীক্ষায় বসার জন্য বাড়তি ফি প্রদানে বহু গরিব পরিবার আর্থিকভাবে চরম বেকায়দায় পড়বে।
বিভিন্ন শিক্ষা সমীক্ষায় দেখা যাচ্ছে, বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ও পড়াশোনার আগ্রহ ক্রমশ হ্রাস পাচ্ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার ফি বৃদ্ধি শিক্ষাকে আরও দূরগম্য করে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সেভ এডুকেশন কমিটি।
সংগঠনের দাবি, “এই সিদ্ধান্ত রাজ্যের গরিব ও মেহনতি মানুষের সন্তানদের শিক্ষার অধিকারকে আঘাত করছে। ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার না করলে আগামী দিনে ড্রপআউটের হার বেড়ে যাবে।”
তাদের আহ্বান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যেন অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে, এবং শিক্ষাকে বাণিজ্য নয়, মৌলিক অধিকার হিসেবে ধরে রাখে।