স্কুলের মিড্ ডে মিল রান্না ঘরে বিষের বোতল ঘিরে এলাকায় উত্তেজনা ঘটনা গর্জি | Garji SardarPara School Mid day Meal News

1 Min Read

বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নায় বিষের বোতল ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ছাত্র-ছাত্রী – গ্রামবাসী সকলের মাঝে। সংবাদে জানা যায়, গর্জি ফারি থানার অন্তর্গত সাদরপাড়া হাই স্কুলে প্রতিদিনের মতো আজ সকাল বেলায়ও মিড ডে মিলের রান্না করা মহিলা, রান্না বসায়। এরই মাঝে ঘর থেকে চাল এনে দেখতে পায় রান্নার পাএে কৃষি কাজে ব্যাবরিত ওস্তাদের বোতল(বিষ)। সাথে সাথে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করে,বিদ্যালয় কর্তৃপক্ষ এস এম সি কমিটি এবং গর্জি ফারি থানা কে জানায়। খবর পেয়ে গর্জি ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরবর্তী সময়ে শুক্লা মারাক বয়স( ৩৫) স্বামী রাজু দেববর্মা নামে মহিলাটিকে নিয়ে আসে ফারি থানায়।অথচ শুক্লা মারকের ছেলেও এই বিদ্যালয়ে পড়াশোনা করে। এই বিষের খবর ছড়িয়ে পড়তেই ছাত্র-ছাত্রী গ্রামবাসী সকলের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বলে জানা যায়। কি কারনে মহিলা এই ঘটনা সংঘটিত করল এটাই বোধগম্য হচ্ছেনা ছাএ-ছাএী এবং গ্রামবাসীর।

 

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version