বিহারে ভোটের দামামা! ঘোষিত নির্বাচনের তারিখ

2 Min Read
bihar election
bihar election

বিহারে ভোটের দামামা! ঘোষিত নির্বাচনের তারিখ

অবশেষে অপেক্ষার অবসান। বেজে গেল বিহারের ভোটের দামামা। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দু’দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে — প্রথম দফা ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা ১১ নভেম্বর। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর, এবং সমস্ত প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর

বিহারের বর্তমান আইনসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর, তার আগেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

দিল্লির বিজ্ঞানভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “বিহারের মানুষ যেমন ছটপুজোসহ নানা উৎসব পালন করেন, তেমনই ভোটের দিনটিকেও উৎসবের মতো পালন করুন।”

বিহারে মোট ২৪৩টি আসনে নির্বাচন হবে।

  • প্রথম দফায় ১২১টি আসনে ভোট ৬ নভেম্বর

  • দ্বিতীয় দফায় ১২২টি আসনে ভোট ১১ নভেম্বর

মনোনয়ন জমা দেওয়ার সময়সূচি:

  • প্রথম দফা: ১০ থেকে ১৭ অক্টোবর (প্রত্যাহারের শেষ দিন ২০ অক্টোবর)

  • দ্বিতীয় দফা: ১৩ থেকে ২০ অক্টোবর (প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর)

নির্বাচন কমিশনের তথ্যমতে, বিহারে মোট ৭.৪৩ কোটি ভোটার রয়েছেন — যার মধ্যে ৩.৯২ কোটি পুরুষ, ৩.৫১ কোটি মহিলা এবং ১৪ লক্ষ নতুন ভোটার

এছাড়া, নির্বাচনী দায়িত্বে থাকবেন ৯০,৭১২ জন বিএলও, ২৪৩ জন ইআরও, এবং ৩৮ জন ডিইও, যাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে।

নীতীশ কুমারের গড় বিহার আবার ভোটযুদ্ধের ময়দানে — কে আসছে ক্ষমতায়, তা জানাবে নভেম্বরের ফলাফল!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version