দশমীর রাতে শহরের প্রাণকেন্দ্রে স্বামী-স্ত্রী আক্রান্ত, থানায় প্রদেশ মহিলা কংগ্রেসের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর :
শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে দশমীর রাতে ঘটল ভয়ঙ্কর ঘটনা। স্ত্রীকে নিয়ে পূজা দেখতে আসা আমতলির বাসিন্দা নারায়ণ ঘোষ দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলায়।
খবরে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্ত্রী-সন্তানকে নিয়ে সিটি সেন্টার এলাকায় যান নারায়ণ ঘোষ। সেখানে এক যুবক তাঁর স্ত্রীকে কটূক্তি করে। এর প্রতিবাদ করলে ওই যুবক চড়াও হয়ে নারায়ণ ঘোষকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে আইজিএম হাসপাতালে, পরে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিলেও, ঘটনার দ্বিতীয় এক অভিযুক্তকে থানার বাইরে দেখা যায় বলে অভিযোগ। সেই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়েন নারায়ণ ঘোষের স্ত্রী এবং অজ্ঞান হয়ে পড়েন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর নারী নিরাপত্তার প্রশ্ন তুলে থানার দ্বারস্থ হন প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রীরা। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার দাবি করলেও বাস্তবে মহিলারা নিরাপদ নন। উৎসবের দিনগুলোতেও স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না নারীরা।
মহিলা কংগ্রেসের দাবি, অবিলম্বে ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। শহরের বুকে দেবী আরাধনার দিনে মহিলার অপমান এবং তাঁর স্বামীকে রক্তাক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
বিশ্লেষক মহলের মতে, এই ঘটনা রাজ্যে আইনশৃঙ্খলার ভঙ্গুর অবস্থা এবং দুর্বৃত্তদের প্রভাবের দিকেই ইঙ্গিত করছে। প্রশ্ন উঠছে—“এ কোন সভ্য সমাজ, এ কেমন আইনের শাসন?”