উদয়পুরে পারিবারিক সম্পত্তি নিয়ে রক্তাক্ত সংঘর্ষে আহত চারজন
নিজস্ব প্রতিনিধি উদয়পুর ০৩রা অক্টবর ২০২৫ ইং :
জায়গা-সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব থেকে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটলো গোমতী জেলার উদয়পুর ছাতারিয়া এলাকায়। শুক্রবার ভোর প্রায় পাঁচটা নাগাদ এই ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা পারিবারিক জমিজমা নিয়ে কথা কাটাকাটি চলাকালীন শাহানুর রহমান ও তার স্ত্রীসহ চারজনের উপর আকস্মিক হামলা চালায় শাহানুরের পিশাতো ভাই আক্তার হোসেন। এই ঘটনায় আক্তার হোসেনের চার ছেলে—শাহ আলম হোসেন, জাহাঙ্গীর হোসেন, শরীফ হোসেন, আলমগীর হোসেন এবং তার মেয়ের জামাই তাকিস মিয়ার নাম উঠে এসেছে। ধারালো অস্ত্র নিয়ে তারা শাহানুর রহমান পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রুত গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। পরে এএসআই অজুত মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ছাতারিয়া গ্রামে গিয়ে তদন্ত শুরু করে।
তবে স্থানীয় সূত্রের দাবি, পুলিশের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ উঠেছে, সাংবাদিকরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়—পুলিশ এবং জনপ্রতিনিধিরা নাকি নির্দেশ দিয়েছেন সংবাদমাধ্যমকে কোনো সহায়তা না করতে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—আসলে কি সত্যিই ঘটনাটি গোপন করার চেষ্টা চলছে?
এখনও পর্যন্ত এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।