রাতে আগুনে পুড়ল তিপ্রা মথার পার্টি অফিস

1 Min Read
planettripura

শনিবার গভীর রাতে আতঙ্কজনক ঘটনা ঘটল টাকারজলা বিধানসভার শান্তিনগর এডিসি ভিলেজের বাইচুক বাজারে। অজ্ঞাত দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দিল তিপ্রা মথা দলের পার্টি অফিস।

শনিবার সন্ধ্যায় দলীয় কর্মীরা কাজকর্ম শেষ করে অফিস বন্ধ করে বাড়ি চলে যান। কিন্তু রবিবার সকালে এসে দেখতে পান, রাতের আঁধারে অফিস পুরোপুরি ভস্মীভূত। খবর ছড়াতেই কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে ভিড় জমায়। খবর দেওয়া হয় চম্পকনগর ফাঁড়ি ও রাধানগর থানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এমডিসি গনেশ দেববর্মা, সাব জোনাল চেয়ারম্যান শান্তনু দেববর্মা, শুকরাম দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ক্ষোভে ফুঁসছে তিপ্রা মথার কর্মী-সমর্থকরা।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দোষীদের গ্রেপ্তারে তৎপর। তবে এলাকাবাসী ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—এই ঘটনায় জড়িত কারা? শান্তিনগর এলাকায় তিপ্রা মথা যথেষ্ট শক্তিশালী হওয়ায় অন্য কোনও রাজনৈতিক দলের এই ধরণের পদক্ষেপ করা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে।

একাংশ মথা কর্মীর অভিযোগ, শাসক দলের লোকজনই এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত। যদিও পুলিশ এখনো কারও নাম নিশ্চিত করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনার জেরে এলাকায় যেকোনও সময় বড় ধরনের অশান্তি সৃষ্টি হতে পারে।

👉 প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বরা কর্মীদের আশ্বস্ত করেছেন, ঘটনার তদন্ত গুরুত্ব সহকারে চালানো হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version