নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ সেপ্টেম্বর:
মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য উত্তর জেলার কদমতলা থানা পুলিশ ও ৯৭ নম্বর ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পের। শুক্রবার রাতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয় পূর্ব চুরাইবাড়ি গ্রামের বাসিন্দা জাঁকির হোসেন (৩৫)।
এসডিপিও জয়ন্ত কর্মকার জানান, বিএসএফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ডি কে বর্মার নেতৃত্বে বিশেষ অভিযানে আটক হয় একটি বিলাসবহুল মারুতি সুজুকি বলেনো গাড়ি (নম্বর TR05-G-0266)। গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০টি প্যাকেটে মোড়ানো মোট ১৯৫০ ইয়াবা ট্যাবলেট।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।