শারদোৎসবে বিনামূল্যে চিনি, ময়দা, সুজি বিতরণ

1 Min Read
planettripura

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর:
শারদোৎসব উপলক্ষে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের পরিবারকে আনন্দিত করতে রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।

এবার শারদোৎসবে রাজ্যের সমস্ত রেশন কার্ডধারী পরিবারের জন্য বিনামূল্যে চিনি, ময়দা ও সুজি বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি রেশন কার্ডধারী পরিবার পাবে:

  • ৫০০ গ্রাম সুজি

  • ২ কেজি ময়দা

  • ১ কেজি চিনি

মোট প্রায় ৪৯৬ মেট্রিক টন সুজি, ১৯৮২ মেট্রিক টন ময়দা এবং ৯৯০ মেট্রিক টন চিনি বিনামূল্যে বিতরণ করা হবে। এই উদ্যোগের জন্য রাজ্য সরকারের প্রায় সাত কোটি টাকা ব্যয় হবে।

রাজ্যের সমস্ত রেশন কার্ডধারী পরিবার অক্টোবর মাসের মধ্যে ন্যায্য মূল্যের দোকান থেকে এই খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন। গত বছরও এই উদ্যোগে জনগণের মধ্যে অভূতপূর্ব সাড়া দেখা গিয়েছিল।

খাদ্য দপ্তরের পক্ষ থেকে সকল রেশন কার্ডধারীকে অনুরোধ করা হয়েছে, বরাদ্দকৃত চিনি, সুজি ও ময়দা সময়মতো সংগ্রহ করুন এবং শারদোৎসবের আনন্দ উপভোগ করুন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version