কল্যাণী সাহা রায়ের বস্ত্রদান কর্মসূচি

1 Min Read
planettripura

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব মানেই আনন্দের মহোৎসব।
ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সকলে একত্রিত হয়ে মেতে ওঠে আনন্দের রঙে। নতুন পোশাক, নতুন সাজ, নতুন উচ্ছ্বাসে পূজোতে সামিল হন প্রত্যেকে। এই আনন্দে যাতে তেলিয়ামুড়া বিধানসভার কোনো মা-বোন পিছিয়ে না পড়েন, সেই উদ্যোগ নিয়েছেন এলাকার জনপ্রতিনিধি তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।

প্রত্যেক বছরের মতো এবছরও তিনি নিজের উদ্যোগে দুর্গোৎসব উপলক্ষে এলাকার মা-বোনেদের পুজোর বস্ত্র প্রদানের ব্যবস্থা করেন। শনিবার তেলিয়ামুড়া পুর এলাকার মা-বোনেদের হাতে শারদীয়ার আগাম শুভেচ্ছা স্বরূপ বস্ত্র তুলে দেন তিনি। তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হলে আয়োজিত এই বস্ত্রদান অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে চারিদিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা বলেন,
“পূজোর আনন্দ কেবল ব্যক্তিগত নয়, সবার সাথে ভাগ করে নিলে তবেই তার আসল তাৎপর্য। তাই দুর্গাপূজা উপলক্ষে আমার এই ক্ষুদ্র প্রয়াস এলাকার মা-বোনেদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই।”

উৎসব মানেই মিলনমেলা, আর সেই মেলবন্ধনের মধ্যেই রয়েছে একতার শক্তি। কল্যাণী সাহা রায়ের এই মহতী উদ্যোগে এলাকাজুড়ে দেখা গেল খুশির ছোঁয়া, যা দুর্গোৎসবের আবহকে আরও রঙিন করে তুলল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version