সাব্রুমে দুর্গাপূজায় কড়া নিরাপত্তা ব্যবস্থা

1 Min Read
planettripura


আসন্ন শারদীয়া উৎসবকে ঘিরে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমা জুড়ে আঁটা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মহকুমার দুটি থানা ও দুটি আউটপোস্টের আওতায় মোট ৭৫টি পূজো অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাব্রুম থানায় ২৮টি, বনকুল আউটপোস্টে ৮টি, মনুবাজার থানায় ২৭টি এবং শ্রীনগর আউটপোস্টে ১২টি পূজো অন্তর্ভুক্ত।

নিরাপত্তা নিশ্চিত করতে সাব্রুম ও মনুবাজারে বসানো হয়েছে নজরদারি টাওয়ার—সাব্রুমে ৩টি ও মনুবাজারে ২টি। যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণে সাব্রুম শহরে স্থাপন করা হয়েছে ড্রাগ গেট। পূর্ববর্তী সিসি ক্যামেরার পাশাপাশি নতুন করে সাব্রুমে ৪টি এবং মনুবাজারে ৩টি ক্যামেরা সংযোজন করা হয়েছে। ফলে পূজোর দিনগুলোতে গুরুত্বপূর্ণ এলাকাগুলি থাকবে ২৪ ঘণ্টার নজরদারির আওতায়।

মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, পূজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাব্রুমে পর্যাপ্ত টিএসআর জওয়ান মোতায়েন করা হবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফ ও পুলিশের যৌথ টহল চলবে। নিরাপত্তা ব্যবস্থায় সিভিল ভলেন্টিয়ার, এনএসএস এবং এনসিসি ক্যাডেটদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আশ্বস্ত করেন—“সবকিছু মিলিয়ে এবারের পূজো সাব্রুম মহকুমাবাসীর জন্য হবে নিরাপদ ও আনন্দমুখর। প্রশাসনের লক্ষ্য হলো দুর্ঘটনামুক্ত ও শান্তিপূর্ণ উৎসব উপহার দেওয়া।”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version