সাব্রুম মহকুমার বৈষ্ণবপুর বাজারে শুক্রবার সকাল ৮টায় অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ রোধে সচেতনতা প্রচার অভিযান। প্রশংসনীয় এই উদ্যোগের আয়োজন করে সাব্রুম পি এম শ্রী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের বালিকা মঞ্চ। কর্মসূচিটি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ, প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস, সমাজসেবী গৌতম ত্রিপুরা, শিক্ষক প্রসেনজিৎ দে এবং বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ।
কর্মসূচির শুরুতে এক ছাত্রী ককবরক ভাষায় বাল্যবিবাহের কুফল তুলে ধরেন। পরে দুলাল দাস বাল্যবিবাহের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতির দিক বিশদভাবে ব্যাখ্যা করেন এবং অভিভাবকদের সতর্ক করেন—“অল্প বয়সে বিয়ে শিশুকন্যাদের স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর।”
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে বাল্যবিবাহ রোধে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিন ছাত্রীরা স্লোগান ও পোস্টারের মাধ্যমে বার্তা ছড়িয়ে দেন—“শিক্ষাই হোক কন্যার অধিকার, বাল্যবিবাহ নয়।”
এই সচেতনতা অভিযানের ইতিবাচক প্রভাব স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্পষ্ট। অংশগ্রহণকারীদের আশা, নিয়মিত এমন উদ্যোগের মাধ্যমেই সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব হবে।